ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এন.এল.সি ইন্ডিয়া লিমিটেডে মোট ৬২৬ জন কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

যে যে ট্রেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৭৩টি

২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৮১টি

৩) সিভিল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ২৫টি

৪) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ১২টি

৫) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৯টি

৬) মাইনিং ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৪২টি

৭) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 
শূন্যপদ - ৫২টি

৮) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ১০টি

৯) ফার্মেসি
শূন্যপদ - ১৪টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

স্টাইপেন্ড - ১৫,০২৮/- টাকা

 

যে যে ট্রেডে টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৮৩টি

২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৮২টি

৩) সিভিল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৪৯টি

৪) ইন্সট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং 
শূন্যপদ - ১০টি

৫) মাইনিং ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৩৫টি

৬) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৪০টি

৭) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 
শূন্যপদ - ৯টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

স্টাইপেন্ড - ১২,৫২৫/- টাকা

তবে কেবল ২০২০/২০২১/২০২২ এ যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন।

বয়স - বয়স হতে হবে অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1973 অনুযায়ী।

ট্রেনিং এর মেয়াদ - ১ বছর

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে NLC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in এর মাধ্যমে ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

আবেদন পত্রের প্রিন্ট কপি সেলফ অ্যাটেস্টেড করে ডাকের মাধ্যমে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায় - The General Manager, Learning and Development Centre, N.L.C India Limited, Neyveli - 607803

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NLC এর অফিসিয়াল ওয়েবসাইট  www.nlcindia.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ