NLC India: এন এল সি ইন্ডিয়া লিমিটেডে শতাধিক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : এন এল সি ইন্ডিয়া লিমিটেডে ৪৮১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - L&DC.02/2023/PE।
আবেদন করতে হবে অনলাইনে ১৬ আগস্ট, ২০২৩ এর মধ্যে।
ট্রেনিং দেওয়া হবে Apprentices (Amendment) Act, 1973 অনুযায়ী।
ট্রেনিং এর মেয়াদ - ১ বছর।
ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট
মোট শূন্যপদ - ২০১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/টেকনোলজির শাখাতে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৫,০২৮/- টাকা
২) নন - ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট
মোট শূন্যপদ - ১০৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট শাখাতে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ১২,৫২৪/- টাকা
৩) টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ - ১৭৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/টেকনোলজির শাখাতে ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ১২,৫২৪/- টাকা
তবে ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ ডিগ্রী বা ডিপ্লোমা যারা পাশ করেছেন কেবল তারাই আবেদনের যোগ্য।
বয়স - বয়স হতে হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী।
নির্বাচন পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NLC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NLC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in এর মাধ্যমে ১৬ আগস্ট, ২০২৩ এর মধ্যে। তারপর প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ সেই আবেদন পত্র খামে ভরে ২৩ আগস্ট, ২০২৩ এর মধ্যে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Office of The General Manager, Land Department, NLC India Limited, Neyveli '।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NLC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in।
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।