ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 09/2023-24।

 

আরও পড়ুনঃ সবার জন্য কাজের সুযোগ

আবেদন করতে হবে অনলাইনে ৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) প্রফেসর

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - পি এইচ ডি ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১,৪৪,২০০/- টাকা - ২,১১,৮০০/- টাকা

 

২) অ্যাসোসিয়েট প্রফেসর

শূন্যপদ - ২টি

যোগ্যতা - পি এইচ ডি ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১,৩১,৪০০/- টাকা - ২,০৪,৭০০/- টাকা

 

৩) প্রফেসর অফ প্রাক্টিস

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৭০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ১,০০,০০০/- টাকা

 

৪) সেকশন অফিসার গ্রেড - II (সেক্রেটারিয়েল)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,০০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NITTTR কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট www.nitttrkol.ac.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে NITTTR কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট www.nitttrkol.ac.in এর মাধ্যমে ৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের মধ্যে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Director, NITTTR, Kolkata, Block - FC, Sector - III, Saltlake, Kolkata - 700106 '।

খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF ............. AGAINST ADVT. NO. 09/2023-24 "।

টিচিং পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০০/- টাকা এবং নন - টিচিং পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা।

টাকা জমা করতে হবে NEFT/RTGS এর মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of the Director, NITTTR, Kolkata '

Account No. 10836428657

Director, NITTTR, Kolkata 

State Bank of India 

IFSC Code - SBIN0001612

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

তবে একাধিক পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NITTTR কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট www.nitttrkol.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ