ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ এ মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 03/2023-24।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৭ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে।

 

আরও পড়ুনঃ একাধিক সরকারি দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ

 

উল্লেখিত পোস্টে  কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-

পোস্টের নাম - মাল্টি টাস্কিং স্টাফ

শূন্যপদ - ৩৪টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

স্ক্রুটিনি টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NITTTR এর অফিসিয়াল ওয়েবসাইট www.nitttrc.ac.in

চেন্নাইতে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে NITTTR এর অফিসিয়াল ওয়েবসাইট www.nitttrc.ac.in  এর মাধ্যমে ১৭ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে। 

পাশাপাশি আবেদন পত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে ডাকের মাধ্যমে ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Director, National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Taramani, Chennai - 600113, Tamilnadu, India '।

খামের উপর লিখতে হবে " Application For The Post Of Multi-Tasking Staff (MTS) "।

আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NITTTR এর অফিসিয়াল ওয়েবসাইট www.nitttrc.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ