কলকাতার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2023 - 24।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ৩১ মে, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) প্রফেসর
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ ১০ বছরের অভিজ্ঞতা ও কমপক্ষে ৬টি রিসার্চ পাবলিকেশন বা ১০টি রিসার্চ পাবলিকেশনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,৪৪,২০০/- টাকা - ২,১১,৮০০/- টাকা
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ ৮ বছরের অভিজ্ঞতা ও কমপক্ষে ৬টি রিসার্চ পাবলিকেশনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,৩১,৪০০/- টাকা - ২,০৪,৭০০/- টাকা
৩) লাইব্রেরিয়ান
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৭,৭০০/- টাকা - ৯৮,২০০/- টাকা
৪) সেকশন অফিসার গ্রেড - I (অ্যাকাউন্টস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৫) সেকশন অফিসার গ্রেড - II (অ্যাকাউন্টস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
৬) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে ৪৫টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৭) টেকনিশিয়ান
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক বা সমতুল্য সহ আই টি পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে এবং তারপর নির্বাচন করা হবে।
শর্ট সিলেক্টেড প্রার্থীদের নামের তালিকা NITTTR এর অফিসিয়াল ওয়েবসাইট www.nitttrkol.ac.in এ প্রকাশিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NITTTR এর অফিসিয়াল ওয়েবসাইট www.nitttrkol.ac.in এর মাধ্যমে ৩১ মে, ২০২৩ এর মধ্যে।
টিচিং পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন মূল্য ১০০০/- টাকা। নন - টিচিং পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে NEFT/RTGS এর মাধ্যমে এই ঠিকানায় - in favour of the Director, NITTTR, Kolkata
Account No. 10836428657
IFSC Code - SBIN0001612
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রতি পোস্টের ক্ষেত্রে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NITTTR এর অফিসিয়াল ওয়েবসাইট www.nitttrkol.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।