ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দূর্গাপুর এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NITD/Estt./Faculty/02/2023।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ মে, ২০২৩ তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

মোট শূন্যপদ - ৩৯টি

 

যে যে পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হল - 

 

১) প্রফেসর

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ ১০ বছরের অভিজ্ঞতা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ১,৫৯,১০০/- টাকা - ২,২০,২০০/- টাকা

 

২) অ্যাসোসিয়েট প্রফেসর

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ১,৩৯,৬০০/- টাকা - ২,১১,৩০০/- টাকা

 

৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড - I

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ১,০১,৫০০/- টাকা - ১,৬৭,৪০০/- টাকা

 

৪) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড - II

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ৮৪,৮০০/- টাকা - ১,১৭,২০০/- টাকা

 

৫) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড - II

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।

বেতনক্রম - ৭০,৯০০/- টাকা - ৯৮,২০০/- টাকা

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই শিক্ষানীতির নিয়ম বিধি অনুযায়ী বয়স থাকতে হবে। 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ মে, ২০২৩ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://nitdgp.ac.in/p/careers থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Registrar, NIT Durgapur, Mahatma Gandhi Avenue, Durgapur - 713209 '।

খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন মূল্য ১০০০/- টাকা। টাকা ডিমান্ড ড্রাফট করে পাঠাতে হবে এই ঠিকানায় - ' in favour of " NATIONAL INSTITUTE OF TECHNOLOGY DURGAPUR " and payable at Durgapur '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://nitdgp.ac.in/p/careers

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ