NISER Recruitment: রিসার্চ ইনস্টিটিউট এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (NISER) এ কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NISER/RC/2023/NA/01।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ৩০ জুন, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট C (ক্রাইওগেনিক)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট অথবা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
২) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট C (কম্পিউটার)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৩) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট C (অ্যানিমাল হাউস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৪) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট C (কেমিস্ট্রি)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫/৩৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৫) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট C (বায়োলজি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৬) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট C (বায়োলজি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৪২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
আরও পড়ুনঃ এক নজরে সারা সপ্তহের সরকারি চাকরি্র খবর
৭) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট C (EPS)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৮) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট C (IS)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ফিজিক্স/কেমিস্ট্রি/বায়োলজি সহ কমপক্ষে ৬০% নম্বর সহ বি.এসসি গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৯) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট B (ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট অথবা ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১০) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট B (মেকানিকাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১১) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট B (কম্পিউটার)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১২) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট B (কম্পিউটার)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১৩) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট B (সিভিল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১৪) টেকনিশিয়ান C (মেশিনিস্ট)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ এস এস সি (মাধ্যমিক পাশ) সহ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের সার্টিফিকেট অথবা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
১৫) টেকনিশিয়ান C (কম্পিউটার)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ এস এস সি (মাধ্যমিক পাশ) সহ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের সার্টিফিকেট অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
১৬) টেকনিশিয়ান C (লাইব্রেরী)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ এস এস সি (মাধ্যমিক পাশ) সহ সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের সার্টিফিকেট ও ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
১৭) টেকনিশিয়ান B (কেমিস্ট্রি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বিজ্ঞান বিষয়ে এইচ এস সি (উচ্চ মাধ্যমিক) পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা
১৮) টেকনিশিয়ান B (বায়োলজি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বিজ্ঞান বিষয়ে এইচ এস সি (উচ্চ মাধ্যমিক) পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। তারপর লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে এগুলির পাশাপাশি ইন্টারভিউ নেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NISER এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.niser.ac.in।
NISER ভুবনেশ্বর এ নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NISER এর অফিসিয়াল ওয়েবসাইট www.niser.ac.in এর মাধ্যমে ৩০ জুন, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যান/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ওয়েবসাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NISER এর অফিসিয়াল ওয়েবসাইট www.niser.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।