ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২৩ মে, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) গেস্ট হাউস অ্যান্ড হোস্টেল সুপারভাইজার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - পে লেভেল - ৯

 

২) সায়েন্টিস্ট/টেকনিশিয়ান I সুপারভাইজার গ্রেড II

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - পে লেভেল - ৮

 

৩) পাবলিক রিলেশন অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে।

বেতনক্রম - পে লেভেল - ৮

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ/লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে NIPER এর অফিসিয়াল ওয়েবসাইট niperkolkata.edu.in এর মাধ্যমে ২৩ মে, ২০২৩ এর মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে NEFT/IMPS/ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে।

Bank Name - Canara Bank 

Branch - Saltlake City

A/c No. 0980101024740

IFSC - CNRB0002549

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIPER এর অফিসিয়াল ওয়েবসাইট niperkolkata.edu.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ