ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 13102(26)/Estt./Recruitment of 'C' Group Emp/2023।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৫ মে, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পোস্টের নাম - জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১০টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ বা প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা এবং কম্পিউটারে অন্যান্য দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের প্র্যাক্টিক্যাল টেস্ট/স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে NIFT এর অফিসিয়াল ওয়েবসাইট nift.ac.in এর মাধ্যমে ১৫ মে, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না। 

টাকা জমা করতে হবে অনলাইনে দেওয়া লিঙ্কের মাধ্যমে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIFT এর অফিসিয়াল ওয়েবসাইট nift.ac.in/bhopal/careers

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ