NIELIT Recruitment: কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা নেলিট এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি তে (NIELIT) ড্রাইভার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NIELIT/NDL/STQC/2023/1।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ২২ আগস্ট, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল -
পোস্টের নাম - স্টাফ কার ড্রাইভার
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
প্রবেশন পিরিয়ড - ২ বছর
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে লিখিত পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NIELIT এর অফিসিয়াল ওয়েবসাইট https://recruit-delhi.nielit.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NIELIT এর অফিসিয়াল ওয়েবসাইট https://recruit-delhi.nielit.gov.in এর মাধ্যমে ২২ আগস্ট, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIELIT এর অফিসিয়াল ওয়েবসাইট https://recruit-delhi.nielit.gov.in।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।