ইলেভেনে ভর্তির ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম
সুদীপ ঘোষঃ গতকাল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আর ঐ দিনই রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তির দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে একাধিক নিয়ম বদলের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকদের জানিয়ে দিয়েছে। সঙ্গে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনও জানিয়ে দেওয়া হয়।
আসন সংখ্যা: এবার থেকে বিদ্যালয় গুলিতে ক্লাস ইলেভেনে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৪০০টি আসন রাখতে পারবে। এতদিন স্কুলে ইলেভেনের সিট সংখ্যা ২৭৫- এর মধ্যে সীমাবদ্ধ ছিল।
নূন্যতম নম্বর: বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রেও নম্বরের নূন্যতম সীমাতেও বদল আনা হয়েছে। এতদিন নূন্যতম মার্কস নির্ধারণের ক্ষমতা ছিল স্কুলের হাতে কিন্তু এবার সংসদ থেকে কেন্দ্রীয় ভাবে অভিন্ন নিয়ম করা হয়েছে। বিজ্ঞান বিভাগে ভর্তিতে পছন্দের নির্দিষ্ট বিষয় বা গ্রুপ নির্বাচনে মাধ্যমিকে বিষয়ের নূন্যতম যে মার্কস প্রয়োজন তার তালিকা নিচে দেওয়া হল-
১) ম্যাথমেটিক্স বা স্ট্যাটিসটিক্স- এর জন্য - ম্যাথমেটিক্স- এ ৩৫% মার্কস।
২) বায়ো সায়েন্সের জন্য- -লাইফ সায়েন্স- এ ৩৫% মার্কস।
৩) ফিজিক্স বা কেমেস্ট্রির জন্য- ফিজিক্যাল সায়েন্সে ৩৫% নম্বর।
৪) জিওগ্রাফির জন্য - জিওগ্রাফিতে ৩৫% মার্কস
৫) কম্পিউটার সায়েন্সের জন্য- ম্যাথমেটিক্স- এ ৩৫% মার্কস।
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশঃ
এদিন কাউন্সিলের তরফে এবছর অর্থ্যাৎ ২০২২ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিষয়টিও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
ফল প্রকাশের দিন- ১০জুন, ২০২২।
সাংবাদিক সম্মেলন-সকাল-১১ টা।১০জুন,২০২২। বিদ্যাসাগর ভবন।
স্কুল অথোরিটি মার্কশিট পাবে- ২০জুন,২০২২, সকাল-১১টা
পরীক্ষার্থীরা ফল জানতে পারবে- ১০ই জুন, সকাল ১১:৩০ টা থেকে নিম্নলিখিত ওয়েবসাইটে ফল জানা যাবে-
https//wb12abplive.com
এছাড়াও সংসদের অফিসিয়াল মোবাইল অ্যাপ WBCHSE Results2022 থেকেও ফলাফল জানা যাবে।