ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সুদীপ ঘোষঃ রাজ্যের নতুন হরিচাঁদ ও গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে এবছর থেকে স্নাতকোত্তরে শুরু হতে চলেছে আরও কয়েকটি নতুন বিষয়। এবছর মাস্টার ডিগ্রিতে বিজ্ঞান ও কলা বিভাগে বেশ কয়েকটি বিষয় শুরু হওয়ার কথা জানান এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বাংলা, এডুকেশন, ইতিহাস ও সাংবাদিকতার পর এবার শুরু হতে চলেছে বিজ্ঞান বিভাগের মাস্টার্সের কোর্স। বিজ্ঞান বিভাগের গণিত, কম্পিউটার সায়েন্স, ভূগোল ও প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর কোর্স শুরু হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপন কুমার বিশ্বাস আরও জানান বিজ্ঞানের পাশাপাশি কলা বিভাগের সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি বিষয় গুলিতেও মাস্টারস কোর্স এবছর চালু হতে চলেছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটঃ Visit Now

গত ২০১৯ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদের নামে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। তারপর থেকে যুদ্ধকালীন তৎপরতায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরের পবিত্র ভূমিতে গড়ে উঠছে এই নতুন বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো। আর পরিকাঠামো তৈরির আগেই টাকি গভর্নমেন্ট কলেজের সাহায্যে কয়েকটি বিষয় নিয়ে শুরু হয়েছিল এই ইউনিভার্সিটির পঠনপাঠন।

পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষের দিকে, তাই এবছর থেকে আরও বেশ কয়েকটি বিষয় শুরু করতে চলেছে ইউনিভার্সিটি অথোরিটি। ধীরে ধীরে আর পাঁচটা ইউনিভার্সিটির মতোই সমস্ত বিষয়ে পড়াশুনা শুরু হবে এই নতুন বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ায় খুশি স্থানীয় মানুষ। আর পড়াশুনার জন্য কলকাতা বা বারাসাত বা অন্য জেলায় ছুটতে হবেনা এই অঞ্চলের ছাত্রছাত্রীদের। বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ায় ঐ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নও হবে বলে মনে করছেন বিশেজ্ঞরা।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ