New India Assurance Recruitment: গ্র্যাজুয়েট যোগ্যতায় অফিসার নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনারালিস্ট ও স্পেশালিস্ট ) নিয়োগ (New India Assurance Recruitment) করা হবে।
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর REF NO: CORP.HRM/AO/2023 27.07.2023 ।
মেট্রো সিটিতে শুরুতে মাসিক বেতন প্রায় ৮০,০০০ টাকা।
আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১ আগস্ট থেকে ২১ আগস্ট, ২০২৩ এর মধ্যে।
যোগ্যতা
জেনারালিস্ট পোস্টের ক্ষেত্রে কমপক্ষে ৬০% নম্বর সহ (এস সি / এস টি / প্রতিবন্ধী হলে ৫৫%) যে কোনও শাখায় গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১ আগস্ট , ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স (এস সি / এস টি ৫ বছর, ও বি সি ৩ বছর এবং প্রতিবন্ধী দের ১০ বছর ছাড় ) থাকলে আবেদনের যোগ্য।
জেনারালিস্ট ছাড়া বাকি স্পেশালিস্ট পোস্টগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা লাগবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা সংস্থার ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক ও অফিসিয়াল পি ডি এফ ফাইল এই প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।
শূন্যপদ
মোট শূন্যপদ ৪৫০ টি।
দেখে নিন কোন পোস্টে কতগুলি শুন্যপদ আছে -
1. Risk Engineers- 36
2. Automobile engineers - 96
3. Legal - 70
4. Accounts - 30
5. Health - 75
6. IT - 23
7. Generalists - 120
নির্বাচন পদ্ধতি
প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
প্রিলি পরীক্ষার কেন্দ্র - Asansol,Greater Kolkata,Hooghly,Kalyani,Kolkata, Siliguri ।
প্রিলি পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বর-, ২০২৩।
মেন পরীক্ষা ও ইন্টারভিউ - অক্টোবর, ২০২৩।
প্রিলিমিনারি পরীক্ষা
অবজেক্টিভ টাইপের এক ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন থাকবে এই সব বিষয়ে- ১) English Language ২) Reasoning Ability এবং ৩) Quantitative Aptitude ।
ইংরেজিতে ৩০ নম্বর, বাকি ২ টি বিষয়ে ৩৫ নম্বর করে থাকবে। প্রতিটি বিষয়ে ২০ মিনিট করে সময় বরাদ্দ রয়েছে।
মেন পরীক্ষা
প্রিলি পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষায় ডাক পাবেন। মেন পরীক্ষায় ২০০ নম্বরের অবজেক্টিভ টেস্ট এবং ৩০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট থাকবে।
অবজেক্টিভ টাইপের আড়াই ঘণ্টার মেন পরীক্ষায় প্রশ্ন থাকবে এই সব বিষয়ে- 1 Test of Reasoning 2 Test of English Language 3 Test of General Awareness এবং 4 Test of Quantitative Aptitude। প্রতিটি বিষয়ে ৫০ নম্বর করে মোট ২০০ নম্বরের পরীক্ষা। অনলাইন মোডেই ৩০ মিনিটের ডেসক্রিপটিভ টেস্ট (Letter Writing-10marks & Essay-20 marks) নেওয়া হবে।
প্রিলি মেন ২ টি ক্ষেত্রেই অবজেক্টিভ টাইপ টেস্টে নেগেটিভ মার্কস রয়েছে। ডেসক্রিপটিভ টেস্ট এর নম্বর ফাইনাল মেধা তালিকায় যোগ হবে না কিন্তু নুন্যতম পাশ নম্বর পেতে হবে।
মেন পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ তে ডাক পাবেন। ফাইনাল মেধা তালিকা তৈরি হবে মেন পরীক্ষা (অবজেক্টিভ পার্ট) ও ইন্টারভিউ তে পাওয়া নম্বরের ভিত্তিতে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১ আগস্ট থেকে ২১ আগস্ট, ২০২৩ এর মধ্যে।
আবেদন ফি ৮৫০ টাকা (এস সি / এস টি এবং প্রতিবন্ধী ১০০ টাকা)।
অনলাইন আবেদনের লিঙ্ক CLICK HERE
অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সে এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.newindia.co.in/।