ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস (NESTS) অধীনস্থ একলব্য মডেল স্কুলগুলোর জন্য মোট ৪০৬২ জন শিক্ষক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

সারা দেশ ব্যাপী এই নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) প্রিন্সিপাল 
শূন্যপদ - ৩০৩টি
যোগ্যতা - বি.এড সহ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৮,৮০০/- টাকা - ২,০৯,২০০/- টাকা

 

২) PGT
শূন্যপদ - ২২৬৬টি
যোগ্যতা - ইংরেজি/হিন্দি/ফিজিক্স/কেমিস্ট্রি/গণিত/বায়োলজি/ইতিহাস/ভূগোল/কমার্স/ইকোনমিকস এবং আঞ্চলিক ভাষাতে শিক্ষক নিয়োগ করা হবে। 
বি.এড ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৭,৬০০/- টাকা - ১,৫১,১০০/- টাকা

 

৩) অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ - ৩৬১টি
যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৪) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৭৫৯টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি/৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

৫) ল্যাব অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ৩৭৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান বিষয়ে সার্টিফিকেট/ডিপ্লোমা অথবা বিজ্ঞান বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

EMRS স্টাফ সিলেকশন এক্সাম (ESSE - 2023) এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন EMRS এর অফিসিয়াল ওয়েবসাইট www.emrs.tribal.gov.in

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে EMRS এর অফিসিয়াল ওয়েবসাইট www.emrs.tribal.gov.in এর মাধ্যমে ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০০/- টাকা।তবে প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে ২০০০/- টাকা এবং PGT শিক্ষক পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১৫০০/- টাকা জমা দিতে হবে।

এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না। টাকা জমা দিতে হবে অনলাইনে।

একাধিক পোস্টে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে প্রতি পোস্টের জন্য পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন EMRS এর অফিসিয়াল ওয়েবসাইট www.emrs.tribal.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ