এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করছে NEEPCO
স্কিল বেঙ্গল ডেস্কঃ নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এ এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NEEPCO-05/2023।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) এক্সিকিউটিভ - মেডিক্যাল
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মেডিক্যাল সায়েন্স এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা সহ এমবিবিএস ডিগ্রী এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ১,১৩,৫৪০/- টাকা
২) এক্সিকিউটিভ - সিকিউরিটি
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৯৬,০৪০/- টাকা
৩) এক্সিকিউটিভ - সেফটি
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রী এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৮২,৩২০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
স্ক্রুটিনি এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NEEPCO এর অফিসিয়াল ওয়েবসাইট www.neepco.co.in।
২ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে প্রয়োজন অনুসারে ও কাজের মানের উপর ভিত্তি করে আরো ২ বছর মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে NEEPCO এর অফিসিয়াল ওয়েবসাইট www.neepco.co.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Post Box No. 89 at GPO, Shillong - 793001(Meghalaya) '।
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে SB COLLECT এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NEEPCO এর অফিসিয়াল ওয়েবসাইট www.neepco.co.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।