NCSM Recruitment: কলকাতার মিউজিয়ামে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে কনসালট্যান্ট পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2023।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - কনসালট্যান্ট (অ্যাডমিনিস্ট্রেশন/ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস/স্টোর অ্যান্ড পারচেস)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - যে কোন শাখাতে ব্যাচেলর ডিগ্রী ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে।
বেতন - নিয়ম বিধি অনুযায়ী বেতন প্রদান করা হবে।
৬ মাসের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। পরবর্তীকালে আরো ৬ মাস মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
কেবল রিটায়ার্ড প্রফেশনাল আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
আবেদন পত্র ও প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Controller of Administration, NCSM (Hqrs), National Council of Science Museums, 33, Block - GN, Sector - V, Bidhannagar, Kolkata - 700091 '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট https://ncsm.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ