ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 04/2023।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৮ মে, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) কম্পিউটার ট্রেনি

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা অথবা বিসিএ ডিগ্রী এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

 

২) লাইব্রেরী ট্রেনি

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রী থাকতে হবে এবং KOHA সফটওয়্যার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।

স্টাইপেন্ড - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ১৬,৫০০/- টাকা

ট্রেনিশিপের মেয়াদ - ১বছর

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৮ মে, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.ncsm.gov.in থেকে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' National Council of Science Museums, Block - GN, Sector - V, Bidhan Nagar, Kolkata - 700091'।

খামের উপর লিখতে হবে - " Application for engagement of Traniee (Computer) or Traniee (Library) "।

 

আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.ncsm.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ