NCRTC Jobs: ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ১৭ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/কর্পোরেট কমিউনিকেশন (ভিডিও কনটেন্ট স্পেশালিস্ট)
বিজ্ঞপ্তি নম্বর - NCRTC/HR/Rectt./10/2023
শূন্যপদ - ১টি
যোগ্যতা - MBA/PGDM/PGDBM (মার্কেটিং) ডিগ্রী বা সমতুল্য অথবা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়ে পোস্ট
গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
২) এক্সিকিউটিভ/কর্পোরেট কমিউনিকেশন (ভিডিও কনটেন্ট স্পেশালিস্ট)
বিজ্ঞপ্তি নম্বর - NCRTC/HR/Rectt./11/2023
শূন্যপদ - ১টি
যোগ্যতা - জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩০,০০০/- টাকা - ১,২০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
৩) ভিডিও কনটেন্ট স্পেশালিস্ট
বিজ্ঞপ্তি নম্বর - NCRTC/HR/Rectt./12/2023
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৯০,৬৫০/- টাকা
নির্বাচন পদ্ধতি - স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NCRTC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ncrtc.in এর মাধ্যমে ১৭ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদি সহ ডাকের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে এই ঠিকানায় - ' Career Cell, HR Department, National Capital Region Transport Corporation, GatiShakti Bhawan, INA, New Delhi - 110023 '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCRTC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ncrtc.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।