ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ নর্দান কোলফিল্ডস লিমিটেডে বিভিন্ন পোস্টে মোট ৪০৫ জন কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ২২ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) মাইনিং সিরদার

শূন্যপদ - ৩৭৪টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এবং গ্যাস টেস্টিং ও ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।

অথবা, মাধ্যমিক পাশ সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট ও গ্যাস টেস্টিং, ফার্স্ট

এইড সার্টিফিকেট থাকতে হবে।

বেতন - ৩১,৮৫২.৫৬ টাকা

 

২) সার্ভেয়ার

শূন্যপদ - ৩১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে অথবা মাইনিং/মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী/

ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।

বেতন - ৩৪,৩৯১.৬৫ টাকা

বয়স - বয়স হতে হবে ২২ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nclcil.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে NCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nclcil.in এর মাধ্যমে ২২ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে।

আবেদন মূল্য ১০০০/- টাকা + GST চার্জ। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে মাধ্যম গুলির দ্বারা।

একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না। আবেদনকারী কেবল একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nclcil.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ