ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে মোট ৭০০ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে। 

আবেদন করতে হবে অনলাইনে ৩ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentice Act, 1961 অনুযায়ী।

মেয়াদ - ১ বছর।

 

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

ক) যে যে ট্রেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল - 

 

 

১) কম্পিউটার অ্যাপ্লিকেশন

শূন্যপদ - ২৫টি

২) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ - ১৩টি

৩) ফার্মেসি

শূন্যপদ - ২০টি

৪) কমার্স

শূন্যপদ - ৩০টি

৫) সায়েন্স

শূন্যপদ - ৪৪টি

৬) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ - ৭২টি

৭) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ - ৯১টি

৮) মাইনিং ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ - ৮৩টি

৯) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ - ২টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

স্টাইপেন্ড - ৯০০০/- টাকা

 

 

খ) যে যে ট্রেডে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল - 


১০) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ - ১৩টি

১১) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ - ৯০টি

১২) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ - ১০৩ টি

১৩) মাইনিং ইঞ্জিনিয়ারিং

শূন্যপদ - ১১৪টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

স্টাইপেন্ড - ৮০০০/- টাকা

বয়স - প্রতি ক্ষেত্রেই বয়স হতে হবে ৩০ জুন, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

শর্ট সিলেক্টেড প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত করার  সম্ভাব্য তারিখ ১০ আগস্ট, ২০২৩।


ট্রেনিং শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২১ আগস্ট, ২০২৩।


নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nclcil.in

উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এ নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে NCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nclcil.in এর মাধ্যমে ৩ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nclcil.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ