NBEMS Recruitment: ন্যাশনাল এক্সামিনেশনস বোর্ড এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস এ স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে।
উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ জুলাই, ২০২৩ এর মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল -
পোস্টের নাম - স্টেনোগ্রাফার
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ শর্টহ্যান্ড ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে নির্বাচন পদ্ধতি ঠিক করা হবে।
চুক্তি ভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে দিল্লীতে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ জুলাই, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে NBEMS এর অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Additional Director (Admin), National Board of Examinations in Medical Sciences, NAMS Building, Ansari Nagar, Mahatma Gandhi Marg, New Delhi - 110029 '।
খামের উপর লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF " STENOGRAPHER (ON CONTRACT) "।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NBEMS এর অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in।
প্রতিনিয়ত সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।