National Insurance: ন্যাশানাল ইন্সুরেন্স কোম্পানিতে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ন্যাশানাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - অ্যাকচুরিয়াল অ্যাপ্রেন্টিস
শূন্যপদ - ১৬টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড - প্রথম বছর - ৪০,০০০/- টাকা, দ্বিতীয় বছর - ৪৫,০০০/- টাকা
মেয়াদ - ২ বছর
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NIC এর অফিসিয়াল ওয়েবসাইট https://nationalinsurance.nic.co.in/en/recruitment ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে NIC এর অফিসিয়াল ওয়েবসাইট nationalinsurance.nic.co.in।
আবেদন পত্রের বয়ানঃ Download Application form
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ জমা করতে হবে এই ঠিকানায় - ' THE CHIEF MANAGER, PERSONNEL DEPARTMENT, NATIONAL INSURANCE CO LIMITED, HEAD OFFICE, PREMISES NO. 18 - 0374, PLOT NO. CBD - 81, NEW TOWN, KOLKATA - 700156 '।
পাশাপাশি আবেদন পত্রের স্ক্যান কপি ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে - HO.Pers@nic.co.in।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIC এর অফিসিয়াল ওয়েবসাইট nationalinsurance.nic.co.in।