NIT Recruitment: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিভিন্ন পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিভিন্ন পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ৬ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সুপারিটেন্ডেন্ট
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ/পোস্ট গ্র্যাজুয়েট পাশ এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৯,৩০০/- টাকা - ৩৪,৮০০/- টাকা
২) সিনিয়র টেকনিশিয়ান
শূন্যপদ - ১৮টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা
৩) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা
৪) টেকনিশিয়ান
শূন্যপদ - ৩৫টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা
৫) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২৩টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা
৬) অফিস অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ২১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NITK এর অফিসিয়াল ওয়েবসাইট www.nitk.ac.in এর মাধ্যমে ৬ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।
কর্নাটকে নিয়োগ করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NITK এর অফিসিয়াল ওয়েবসাইট nitk.ac.in/non-teaching-recruitment।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।