NDMA Recruitment: ন্যাশানাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশানাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগ করা হবে (NDMA Recruitment 2025)।
আবেদন করতে হবে অনলাইনে ২২ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে।
Apply online for National Disaster Management Authority jobs before July 22, 2025. Check eligibility, application process & more
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সিনিয়র কনসালট্যান্ট (লাইটনিং এন্ড রিলেটেড হ্যাজার্ড)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ১,২৫,০০০/- টাকা
আরও পড়ুনঃ ৫ টি সংস্থায় কর্মী নিয়োগ
২) সিনিয়র কনসালট্যান্ট (কমিউনিকেশন এন্ড অ্যাওয়ারনেস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ১,২৫,০০০/- টাকা
৩) সিনিয়র কনসালট্যান্ট (প্রোগ্রাম ম্যানেজমেন্ট মনিটরিং এন্ড ইভালিউয়েশন
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী/ডিপ্লোমা সহ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ১,২৫,০০০/- টাকা
৪) ইয়ং কনসালট্যান্ট ফর লাইটনিং হ্যাজার্ড ম্যানেজমেন্ট ইউনিট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৩৫,০০০/- টাকা
চুক্তিভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NDMA এর অফিসিয়াল ওয়েবসাইট ndma.gov.in এর মাধ্যমে ২২ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NDMA এর অফিসিয়াল ওয়েবসাইট ndma.gov.in।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদনের লিঙ্কঃ Apply Now
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।