Bank Jobs: নাবার্ড ব্যাঙ্কে শতাধিক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: নাবার্ড ব্যাঙ্কে (National Bank For Agriculture And Rural Development) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 03/Grade A/2023-24।
আবেদন করতে হবে অনলাইনে ২৩ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল
পোস্টের নাম - অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিবিধ বিভাগ)
শূন্যপদ - ১৫০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৪৪,৫০০/- টাকা - ৮৯,১৫০/- টাকা
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ র মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষার দুটি পর্যায়। যথা - প্রিলিমিনারী ও মেইন পরীক্ষা।
প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর, ২০২৩।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ আসানসোল, হুগলি, কল্যাণী, দূর্গাপুর, শিলিগুড়ি ও গ্রেটার কলকাতাতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।
তবে মেইন পরীক্ষা কেবল কলকাতাতে নেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NABARD এর অফিসিয়াল ওয়েবসাইট www.nabard.org।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NABARD এর অফিসিয়াল ওয়েবসাইট www.nabard.org এর মাধ্যমে ২৩ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।
ইন্টিমেশান চার্জ সহ আবেদন মূল্য ৮৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশান চার্জ বাবদ কেবল ১৫০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI/IMPS ইত্যাদির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NABARD এর অফিসিয়াল ওয়েবসাইট www.nabard.org।
আবেদনের অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।