ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ মিউনিশনস ইন্ডিয়া লিমিটেডের অর্ডিন্যান্স ফ্যাক্টরি চাঁদা তে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 7545/HRDC/GA/TA/2023-24।

আবেদনের জন্য বয়সের কোনো বাধা নিষেধ নেই।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentice Act 1961 অনুযায়ী। 

ট্রেনিং এর মেয়াদ - ১ বছর।

 

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

যে যে ট্রেডে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলো হল -

১) মেকানিকাল
শূন্যপদ - ৪টি

২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ১টি

৩) সিভিল 
শূন্যপদ - ১টি

স্টাইপেন্ড - ৯০০০/- টাকা

 

যে যে ট্রেডে গ্র্যাজুয়েট নন ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলো হল -

১) ব্যাচেলর অফ সায়েন্স
শূন্যপদ - ২০টি

২) ব্যাচেলর অফ কমার্স
শূন্যপদ - ১০টি

৩) ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন
শূন্যপদ - ১০টি

স্টাইপেন্ড - ৯০০০/- টাকা

 

যে যে ট্রেডে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলো হল -

১) মেকানিকাল
শূন্যপদ - ২৬টি

২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ২টি

৩) সিভিল
শূন্যপদ - ২টি

স্টাইপেন্ড - ৮০০০/- টাকা

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে কমপক্ষে ১৪ বছর।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

চূড়ান্ত বর্ষের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে মিউনিশনস ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://munitionsindia.co.in অথবা https://munitionsindia.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Ordnance Factory Chanda (A Unit of Munitions India Pvt. Ltd.), Chandrapur - 442501 '।

যোগাযোগ - 07175 - 254051/52

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মিউনিশনস ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://munitionsindia.co.in অথবা https://munitionsindia.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ