Municipality Jobs: মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ।
স্কিল বেঙ্গল ডেস্ক : মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ।
মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ জুন, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ক্ল্যারিকাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৯০০০/- টাকা
২) ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৫০০০/- টাকা
হুগলির রিষড়া মিউনিসিপ্যালিটিতে নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ জুন, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট www.rishramunicipality.org থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ও পাসপোর্ট ছবি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Chairman, Rishra Municipality, 49/56/57 Rabindra Sarani, Rishra, Hooghly - 712248 '।
আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download Now
খামের উপর পোস্ট স্ট্যাম্প এবং কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট www.rishramunicipality.org।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।