ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ এই মন্দার বাজারে প্রতিদিন ই প্রচুর ছেলেমেয়ে চাকরির খোঁজ করেন। চাকরি আছে। কিন্তু ঠিকঠাক খোঁজখবর না থাকায় অনেকেই  যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পান না।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

আরও পড়ুন - কয়েক হাজার শূন্যপদে সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ

 

আজ থাকল ৫ টি কোম্পানি তে কাজের খবর। চাকরি পেতে আপনিও এখনই আবেদন করুন।

১) সংস্থার নাম -  Xperteez  Technology 

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

ভালো কমিউনিকেশন স্কিলস এবং কমপক্ষে ১৮ বছর বয়স থাকলেই আবেদন করতে পারবেন।

ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে কর্মী নিয়োগ

 

২)  সংস্থার নাম -  Gowebbo & Company 

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

পাশাপাশি ডিজিট্যাল মার্কেটিং এ জ্ঞান থাকতে হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে guddi@gowebbo.com

 

আরও পড়ুনঃ Breaking News: চাকরির পরীক্ষার বয়সসীমা বাড়ল

 

৩) সংস্থার নাম - Magnetite India Pvt Ltd 

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

ইংরেজি, হিন্দি এবং বাংলা ভাষাতে দক্ষতা ও বাইক থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

আরও পড়ুনঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

 

৪) সংস্থার নাম - Let's Recruit India 

পোস্টের নাম - এরিয়া সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষাতে দক্ষতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ হারিয়েছি অনেক কিছুই, এবার সময় ঘুরে দাঁড়ানোর

 

৫)  সংস্থার নাম - Nestasia

পোস্টের নাম - কনটেন্ট রাইটার 

ইংরেজিতে ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও লেখাতে দক্ষতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ