ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ এই মন্দার বাজারে প্রতিদিন ই প্রচুর ছেলেমেয়ে চাকরির খোঁজ করেন। চাকরি আছে। কিন্তু ঠিকঠাক খোঁজখবর না থাকায় অনেকেই  যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পান না।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

আজ থাকল ৫ টি কোম্পানি তে কাজের খবর। চাকরি পেতে আপনিও এখনই আবেদন করুন।

 

১) সংস্থার নাম - Anandapushp Technologies Pvt Ltd

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ

ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ১৪৫৮ জন কর্মী নিয়োগ

 

২)  সংস্থার নাম - Systrix Infotech Pvt Ltd

পোস্টের নাম -  টেলিকলার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ PSC Result: কোনদিন কোন পরীক্ষার রেজাল্ট বেরোবে জানিয়ে দিল PSC

 

৩) সংস্থার নাম -  Duotone Inc.

পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ২ বছরের অভিজ্ঞতা ও স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ নোট মুদ্রণ সংস্থায় কর্মী নিয়োগ

 

৪) সংস্থার নাম -  Alsol Technology Solutions Pvt Ltd 

পোস্টের নাম -  অ্যাকাডেমিক কনটেন্ট রাইটার 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ইংরেজি ভাষাতে লেখার দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ কর্মী নিয়োগ করছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়

 

৫) সংস্থার নাম -  Ray & Martin 

পোস্টের নাম -  ইলাস্ট্রেটর

হাতে আঁকা এবং adobe photoshop, ইলাস্ট্রেটর প্রভৃতি ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

আবেদনের জন্য সিভি ও কাজের পোর্ট ফলিও ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে rayandmartinartist@gmail.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ