মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পোস্টের ইন্টারভিউর সময়সূচী ঘোষিত
স্কিল বেঙ্গল ডেস্কঃ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পোস্টের (Advt. No. : 32/2019) ইন্টারভিউর সময়সূচী ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।
ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করা যাবে ১২ মে, ২০২১ থেকে। মোট ৪ দিন (১৯, ২০, ২১ ও ২৪ মে, ২০২১) ধরে ৫৮ জন প্রার্থীর ইন্টারভিউ হবে।
রোল নম্বর অনুযায়ী ইন্টারভিউর তারিখ
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখতে হবে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট।