মহানদী কোল ফিল্ডস লিমিটেডে শতাধিক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: মহানদী কোল ফিল্ডস লিমিটেডে বিভিন্ন পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ২৩ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) জুনিয়র ওভারম্যান
শূন্যপদ - ৮২টি
যোগ্যতা - মাইনিং ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা/ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি ফার্স্ট
এইড ও গ্যাস টেস্টিং এর সার্টিফিকেট থাকতে হবে।
বেতন - ৩১,৮৫২.৫৬/- টাকা
২) মাইনিং সির্দার
শূন্যপদ - ১৪৫টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা/ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।
পাশাপাশি ফার্স্ট এইড ও গ্যাস টেস্টিং এর সার্টিফিকেট থাকতে হবে।
বেতন - ৩১,৮৫২.৫৬/- টাকা
৩) সার্ভেয়ার
শূন্যপদ - ৬৮টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা/ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।
পাশাপাশি ফার্স্ট এইড ও গ্যাস টেস্টিং এর সার্টিফিকেট থাকতে হবে।
বেতন - ৩৪,৩৯১.৬৫/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন MCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://mahanadicoal.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে MCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://mahanadicoal.in এর মাধ্যমে ২৩ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ১০০০/- টাকা + GST চার্জ দিতে হবে। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন MCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://mahanadicoal.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।