ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg
স্কিল বেঙ্গল ডেস্ক : মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর -  MDLATS/02/2023।
 
অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
 
আবেদন করতে হবে অনলাইনে ২৬ জুলাই, ২০২৩ এর মধ্যে।
 
ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী।
 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 
 
ক) মাধ্যমিক পাশ যোগ্যতায় যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
 
১) ড্রাফটসম্যান (মেকানিকাল)
আসন সংখ্যা - ২০টি
 
২) ইলেকট্রিশিয়ান 
আসন সংখ্যা - ৩১টি
 
৩) ফিটার 
আসন সংখ্যা - ৬৬টি
 
৪) পাইপ ফিটার
আসন সংখ্যা - ২৬টি
 
৫) স্ট্রাকচারাল ফিটার
আসন সংখ্যা - ৪৫টি
 
যোগ্যতা - জেনারেল সায়েন্স ও গণিত বিষয় সহ মাধ্যমিক পাশ হতে হবে। 
 
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৫ বছর থেকে ১৯ বছরের মধ্যে।
 
স্টাইপেন্ড - প্রথম তিন মাস ৩০০০/- টাকা, পরবর্তী নয় মাস ৬০০০/- টাকা এবং দ্বিতীয় বছরে ৬৬০০/- টাকা প্রদান করা হবে।
 
মেয়াদ - ২ বছর
 
 
 
খ) আই টি আই পাশ যোগ্যতায় যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
 
৬) ফিটার স্ট্রাকচারাল
আসন সংখ্যা - ৫০টি
 
৭) ইলেকট্রিশিয়ান
আসন সংখ্যা - ২৫টি
 
৮) আই সি টি এস এম
আসন সংখ্যা - ২০টি
 
৯) ইলেকট্রনিক মেকানিক
আসন সংখ্যা - ৩০টি
 
১০) আর এ সি
আসন সংখ্যা - ১০টি
 
১১) পাইপ ফিটার
আসন সংখ্যা - ২০টি
 
১২) ওয়েলডার
 আসন সংখ্যা - ২৫টি
 
১৩) COPA
আসন সংখ্যা - ১৫টি
 
১৪) কারপেন্টার
আসন সংখ্যা - ৩০টি
 
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
 
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে।
 
স্টাইপেন্ড - ৮০৫০/- টাকা প্রদান করা হবে। তবে পাইপ ফিটার, ওয়েলডার, COPA, কারপেন্টার ট্রেডের ক্ষেত্রে ৭৭০০/- টাকা প্রদান করা হবে।
 
মেয়াদ - ১ বছর
 
গ) অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
 
১৫) রিগার
আসন সংখ্যা - ২৩টি
মেয়াদ - ২ বছর
 
১৬) ওয়েলডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক)
আসন সংখ্যা - ৩০টি
মেয়াদ - ১ বছর ৩ মাস
 
যোগ্যতা - গণিত ও বিজ্ঞান বিষয় সহ ১০+২ সিস্টেমের অন্তর্গত অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
 
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৪ বছর থেকে ১৮ বছরের মধ্যে।
 
স্টাইপেন্ড - প্রথম তিন মাস ২৫০০/- টাকা, পরবর্তী নয় মাস ৫০০০/- টাকা এবং দ্বিতীয় বছরে ৫৫০০/- টাকা প্রদান করা হবে।
 
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
 

নির্বাচন পদ্ধতি 

 
কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
 
পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা আগস্ট, ২০২৩।
 
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন MDL এর অফিসিয়াল ওয়েবসাইট https://mazagondock.in
 
মুম্বাইতে এই নিয়োগ করা হবে।
 

আবেদন পদ্ধতি 

 
আবেদন করতে হবে অনলাইনে MDL এর অফিসিয়াল ওয়েবসাইট https://mazagondock.in এর মাধ্যমে ২৬ জুলাই, ২০২৩ এর মধ্যে।
 
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
 
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
 
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন MDL এর অফিসিয়াল ওয়েবসাইট https://mazagondock.in
 
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ