ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার (NIHFW) এর দূরশিক্ষা বিভাগে ম্যানেজমেন্ট বিষয়ের বিভিন্ন শাখাতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ আগস্ট, ২০২২ অনুযায়ী।

যে যে বিষয়ের কোর্সে ভর্তি নেওয়া হবে সেগুলি হল

১) হসপিটাল ম্যানেজমেন্ট
আসন সংখ্যা - ৩০০টি

২) হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট
আসন সংখ্যা - ১০০টি

৩) হেলথ প্রমোশন
আসন সংখ্যা - ১৫০টি

৪) পাবলিক হেলথ নিউট্রিশন
আসন সংখ্যা - ১৫০টি

৫) হেলথ কমিউনিকেশন
আসন সংখ্যা - ১৫০টি

৬) অ্যাপ্লাইড এপিডেমিওলজি
আসন সংখ্যা - ১৫০টি

যোগ্যতা - মেডিক্যাল ও নন - মেডিক্যাল গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।

 

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ আগস্ট, ২০২২ অনুযায়ী।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে NIHFW এর অফিসিয়াল ওয়েবসাইট www.nihfw.org থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - Distance Learning Cell, Room No. 417, The NIHFW, Baba Gangnath Marg, Munirka, New Delhi - 110067

বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে - +91-11-2618 3416, 2616 5959 / 2616 6441।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIHFW এর অফিসিয়াল ওয়েবসাইট www.nihfw.org

(Source: Employment News, 13 August)

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ