ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ মহারানী নীলিমা প্রভা ইনস্টিটিউটে গার্ড, পিয়ন, শিক্ষক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ সারা সপ্তাহের সবকটি চাকরির খবর একসঙ্গে

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) শিক্ষক

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ বধির ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদান করার ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা

 

২) ক্রাফট টিচার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্র্যাফটে সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা

 

৩) হোস্টেল সুপারিটেন্ডেন্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩৯ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৮,৯০০/- টাকা - ৭৪,৫০০/- টাকা

 

আরও পড়ুনঃ Top 10 body lotion: শীতের সেরা ১০ টি বডি লোশন

 

৪) অফিস পিয়ন

শূন্যপদ - ১টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা

 

৫) গার্ড

শূন্যপদ - ১টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

মুর্শিদাবাদ অঞ্চলের (মূক বধির) ইনস্টিটিউটে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ অন্যান্য তথ্য খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Member Secretary, Maharani Nilima Probha Institute For The Deaf & Dumb, Berhampore, 16, Mohan Roy Para Lane, P.O. - Khagra, Murshidabad - 742103 '।

 

আরও পড়ুনঃ পাঁচটি কোম্পানিতে চাকরির সুযোগ

 

খামের উপর যে পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে।

একজন আবেদনকারী কেবলমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://murshidabad.gov.in অথবা https://employmentbankwb.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ