ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ লিমিটেডের ইস্ট রিজিয়নে মোট ১০৪৯জন কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১০ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

ডেভেলপমেন্ট অফিসার অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ অথবা ইন্সুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে ফেলোশিপ করা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - ৫১,৫০০/- টাকা

প্রবেশন পিরিয়ড - ২ বছর

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

প্রিলি পরীক্ষা, মেইন পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ১২ মার্চ, ২০২৩।

মেইন পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ৮ এপ্রিল, ২০২৩।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন LIC এর অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/Bottom-Links/careers

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে LIC এর অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/Bottom-Links/careers এর মাধ্যমে ১০ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

ইন্টিমেশন চার্জ সহ আবেদন মূল্য ৭৫০/- টাকা। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ১০০/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন LIC এর অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/Bottom-Links/careers

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ