ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের জেলাভিত্তিক লোকাল লাইব্রেরী অথরিটির অন্তর্গত গ্রামীণ লাইব্রেরীতে কর্মী নিয়োগ করা হবে।

 

আবেদন করতে হবে অনলাইনে ১৫ জুন, ২০২৩ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

পোস্টের নাম - লাইব্রেরিয়ান

শূন্যপদ - ৩৬টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রী এবং পাশ সার্টিফিকেট থাকতে হবে।

পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বাংলা ভাষাতে কথা বলা, লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

প্রার্থী নির্বাচিত করা হবে পূর্বে প্রকাশিত Notification No. 366/MEE/Sectt. Dated - 15.03.2023 অনুযায়ী। লিখিত পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ৩০ জুলাই, ২০২৩।

 

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন লাইব্রেরীর অফিসিয়াল ওয়েবসাইট recruitmentmurshidabad.in

 

মুর্শিদাবাদ জেলাতে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে লাইব্রেরীর অফিসিয়াল ওয়েবসাইট recruitmentmurshidabad.in এর মাধ্যমে ১৫ জুন, ২০২৩ এর মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন লাইব্রেরীর অফিসিয়াল ওয়েবসাইট recruitmentmurshidabad.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ