ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্য সরকারের লোকাল লাইব্রেরী অথরিটি অধীনস্থ জেলা লাইব্রেরীতে লাইব্রেরিয়ান পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে। জেলা অনুযায়ী আবেদনের শেষ তারিখ ভিন্ন।

 

 

জেলা অনুসারে পোস্ট এর বিস্তারিত তথ্য

 

 

পোস্টের নাম - লাইব্রেরিয়ান

 

১) পশ্চিম বর্ধমান জেলা লাইব্রেরী

বিজ্ঞপ্তি নম্বর - 01/2023

শূন্যপদ - ২৩টি

আবেদনের শেষ তারিখ - ১৫ জুন, ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট - https://paschimbardhaman.gov.in  অথবা https://rectlibrlpsmbdn.in 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

২) নদীয়া জেলা গ্রামীণ লাইব্রেরী

শূন্যপদ - ৩৭টি

আবেদনের শেষ তারিখ - ১৫ জুন, ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট - https://lib.nadiaonline.in

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

৩) বাঁকুড়া জেলা গ্রামীণ লাইব্রেরী

শূন্যপদ - ৩১টি

আবেদনের শেষ তারিখ - ১৫ জুন, ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট - www.bankura.gov.in

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

৪) কোচ বিহার জেলা গ্রামীণ লাইব্রেরী

শূন্যপদ - ৩৪টি

আবেদনের শেষ তারিখ - ২১ জুন, ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট - www.dlo.coochbeharwb.in

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

৫) আলিপুর দুয়ার জেলা গ্রামীণ লাইব্রেরী

শূন্যপদ - ৬ টি

আবেদনের শেষ তারিখ - ১৫ জুন, ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট - www.alipurduar.gov.in

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

৬) উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীণ লাইব্রেরী

শূন্যপদ - ৬০টি

আবেদনের শেষ তারিখ - ১৫ জুন, ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট - www.north24parganas.gov.in 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরও পড়ুনঃ Nursing Course: এই তথ্য না জেনে নার্সিং কোর্সে ভর্তি হবেন না

 

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ পাশ সার্টিফিকেট এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি বাংলা ভাষাতে কথা বলা, লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।

 

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। 

তবে জেলা লাইব্রেরী অনুযায়ী নির্বাচন পদ্ধতিতে কিছু পরিবর্তন থাকতে পারে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলা লাইব্রেরীর অফিসিয়াল ওয়েবসাইট গুলি।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে জেলা লাইব্রেরীর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলা লাইব্রেরীর অফিসিয়াল ওয়েবসাইটগুলি।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ