ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  অনেক সময়েই সঠিক সময়ে খবর না পাওয়ায় বহু ছেলেমেয়ে চাকরির প্রাথমিক পর্ব অর্থাৎ আবেদন করার সুযোগ হারান। ঠিকঠাক খোঁজখবর না থাকায় অনেকেই কেরিয়ার তৈরির প্রথম ধাপেই আটকে পড়েন। 

এই সমস্যার সমাধানের জন্য স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে নিয়মিত প্রকাশ করা হচ্ছে কাজের বাজারের সঠিক আপডেট। দেখে নিন সপ্তাহ শেষে ৫ টি বেসরকারি চাকরির খবর তালিকার আকারে। 

চাকরি ও স্কিল সংক্রান্ত প্রতিটি খবরের সঠিক তথ্য সবার আগে পেতে লাইক ও ফলো করুন স্কিল বেঙ্গল এর -  ফেসবুক পেজ     এবং  স্কিল বেঙ্গল এর - ইউ টিউব চ্যানেল ।

 

 তালিকার আকারে সম্পূর্ণ তথ্য

 

SL NO

Employer/

Requirements Agency

Post

Job Details

How To Apply

/Contact Details

1

Bajaj finserv

Area Manager

সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। কম্পিউটার এ কাজের দক্ষতা থাকতে হবে। UNICA এবং salesforce এ ধারণা থাকা আবশ্যক।

আবেদনের লিঙ্ক- Apply Now

 

2

Swiggy

Key Account Manager

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা গ্র্যাজুয়েট রা আবেদনের যোগ্য।

যোগাযোগের দক্ষতা ভালো থাকা চাই।

 আবেদনের লিঙ্ক-Apply Now

 

 

3

Pidilite industries limited

 Assistant Manager

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা গ্র্যাজুয়েট রা আবেদনের যোগ্য।  

যোগাযোগের দক্ষতা থাকার পাশাপাশি  কম্পিউটার (MS Excel) এ  জ্ঞান থাকতে হবে।

আবেদনের লিঙ্ক- Apply Now

 

 

4

Genpact

Process Associate

কমার্স গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। 

ইংরেজি ভাষায় দক্ষতা থাকার পাশাপাশি কম্পিউটার এ দক্ষতা থাকা আবশ্যিক।

আবেদনের লিঙ্ক- Apply Now

 

 

 

5

Linde

Manager IT Audit

সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞরা কমুউনিকেশন স্কিল ও কম্পিউটার এ দক্ষ হলে আবেদন করতে পারেন।

আবেদনের লিঙ্ক- Apply Now

 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ