ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না । তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম - New Bidyut Bakery 

পোস্টের নাম - মার্কেটিং ম্যানেজার, সুপারভাইজার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

হলদিয়ায় নিয়োগ করা হবে।

আবেদনের জন্য ছবি সহ সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - newbidyutbakery@gmail.com

যোগাযোগ - 9732620136 / 03224-284533

 

২) সংস্থার নাম - Arrise BPO Solutions Pvt Ltd

পোস্টের নাম - ফিল্ড কালেকশন এক্সিকিউটিভ, ফিল্ড টিম লিডার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। ইন্টারভিউ হবে ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত।

যোগাযোগ - 8080678029 / 9326724966

 

৩) সংস্থার নাম -  Shree Auto

পোস্টের নাম - মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, হেল্পার, টেকনিক্যাল এডভাইজার, সার্ভিস

অ্যাডভাইজার, ফ্লোর সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোলার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 9836282464 / 9830899083 / 9830262935 বা

ইমেল করতে পারেন এই ইমেল আইডিতে HR@ShreeAuto.com

 

৪) সংস্থার নাম - Dmp Nirman

পোস্টের নাম - কম্পিউটার অপারেটর, অ্যাকাউন্ট্যান্ট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।পাশাপাশি ইংরেজি ভাষাতে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য ৪ জুলাই, ২০২৩ এর মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে contact@dmpnirman.com

 

৫)  সংস্থার নাম -  Fablos Designer Studio

পোস্টের নাম - টেলারিং কাটিং মাস্টার, টেলর

লেহেঙ্গা, গাউন, ব্লাউজ ইত্যাদির কাটিং ও সেলাইয়ে দক্ষ কারিগর হতে হবে।

তামিলনাড়ুতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9500615511

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ