ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এই বাজারে চাকরির সুযোগ কে আর হাতছাড়া করতে চায় ! তাও আবার  একসঙ্গে ৬ টি সংস্থাতে বিভিন্ন পোস্টে চাকরির খবর। 

ব্রেকিং নিউজঃ মোট ৭৭০০ জনের মেধা তালিকা প্রকাশ করল SSC

প্রতিদিন বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর থাকছে একটি একটি মাত্র প্রতিবেদনে। ক্লাস এইট হোক বা গ্র্যাজুয়েট -  এই সুযোগ সবার জন্যই। যোগ্যতা অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন সকলে। 

আরও পড়ুন - কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

তাই সবার আগে সঠিক খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ  এবং আমাদের ওয়েবসাইট 

আরও পড়ুন - এবার সবার জন্য চাকরির সন্ধান

এই ১০ টি কোম্পানিতে কর্মী নিয়োগ করা হচ্ছে

 

১) সংস্থার নাম - IIFL
পোস্টের নাম - কাস্টোমার রিলেশনশিপ অফিসার

উচ্চমাধ্যমিক/গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের বয়স ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে থাকলেই আবেদন করতে পারবেন।
অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদনের যোগ্য।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
ইন্টারভিউ হবে - ১৪ এপ্রিল, ২০২২
ঠিকানা - মেদিনীপুর, পাটনাবাজার - 9831250521
বেরহামপুর - 8798344974, কুসুমগ্রাম ও রামপুরহাট - 8436409874।

 


২) সংস্থার নাম - KPS Industries
পোস্টের নাম - এসি ও ডিসি মোটর ওয়াইন্ডিং ওয়ার্কার

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলেই আবেদনের যোগ্য।

আবেদনের জন্য যোগাযোগ করুন এই নম্বরে - 9239477354।

 

৩) সংস্থার নাম -  Quadpro Infosoft Pvt. Ltd.
পোস্টের নাম - RSM, ডিস্ট্রিক্ট ম্যানেজার, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ, ডিস্ট্রিক্ট অফিসার

অটোমোবাইল ইন্ডাস্ট্রির সেলসে অভিজ্ঞতা থাকতে হবে।


আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - info@quadproinfosoft.in বা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে - 9748700666 বা এই নম্বরে - 7439374400।

 


৪) সংস্থার নাম - Images of life NGO
পোস্টের নাম - অফিস ও ফিল্ড ওয়ার্কার

উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েদের বয়স ২০ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন।
ফ্রেশার্সরা আবেদনের যোগ্য।

আবেদনের জন্য যোগাযোগ করুন এই নম্বরে - 9903770658/9163425025।

 


৫) সংস্থার নাম - Surreal Realty
পোস্টের নাম - টেলিফোন অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার মেইনটেনেন্স

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 9073933033।

 

৬) সংস্থার নাম - Arise Institute
পোস্টের নাম - ফ্যাকাল্টি ও রিসেপশনিস্ট


বি.এসসি/এম.এসসি ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
চাকদহ, দমদম, বারাসাত, ব্যান্ডেল, হাবড়া, কালনা, কাটোয়া বর্ধমান শাখাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 9332942455।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ