ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় বিদ্যালয় এন টি পি সি ফারাক্কাতে ২০২৩ - ২৪ বর্ষে শিক্ষক নিয়োগ করা হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২২ মার্চ, ২০২৩।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) যে যে বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল -

ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ইংরেজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, বায়োলজি, কম্পিউটার সায়েন্স 

২) যে যে বিষয়ে ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল -

গণিত, সায়েন্স, সংস্কৃত, ইংরেজি

৩) যে যে বিষয়ে কোচ নিয়োগ করা হবে সেগুলি হল - 

যোগা, গেমস অ্যান্ড স্পোর্টস কোচ, নার্স, কাউন্সিলর, কম্পিউটার ইন্সট্রাক্টর (সেকেন্ডারি/প্রাইমারি), স্পেশাল এডুকেটর মিউজিক অ্যান্ড ড্যান্স ইন্সট্রাক্টর

যোগ্যতা ও বেতনক্রম KVS এর নিয়ম অনুযায়ী হবে।

নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২২ মার্চ, ২০২৩।

ইন্টারভিউ এর সময় সিভি ও প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সাথে নিয়ে যেতে হবে।
রিপোর্টিং টাইম - সকাল ৮:৩০টা

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন KVS এর অফিসিয়াল ওয়েবসাইট https://ntpcfarakka.kvs.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ