কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) স্টেনোগ্রাফার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
বেতনক্রম - পে লেভেল - ৪
২) ড্রাইভার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতনক্রম - পে লেভেল - ৩
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.roeverkvk.res.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Chairman, ICAR - KRISHI VIGYAN KENDRA, Hans Roever Campus, Valikandapuram, Perambalur - 621115 '।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি এর ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ২৫০/- টাকা।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of ICAR-KVK, Perambalur payable at Valigandapuram '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.roeverkvk.res.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।