ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণ এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৭ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

বিজ্ঞপ্তি নম্বর - KVK/Rect.02/2023-24

১) ড্রাইভার/TI
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোতে দক্ষ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

 

২) স্কিলড সাপোর্ট স্টাফ
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ বা আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

 

বিজ্ঞপ্তি নম্বর - KVK/Rect.01/2023-24

৩) স্টেনোগ্রাফার গ্রেড - III 
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

লিখিত পরীক্ষা, প্রফিসিয়েন্সি টেস্ট ও পার্সোনাল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.kalyankvk.org

পুরুলিয়া জেলায় এই নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৭ জুলাই, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.kalyankvk.org থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Secretary, Krishi Vigyan Kendra, Kalyan, P.O. Vivekanandanagar, Purulia, West Bengal - 723147 '।

 

আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now

 

আবেদন মূল্য ২০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান/ মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

RTGS/NEFT করে টাকা জমা করতে হবে এই ঠিকানায় - 
Account name - Kalyan Krishi Vigyan Kendra, President
Account number - 0742010104219
Bank - Punjab National Bank
Branch - Vivekananda Nagar 
IFSC CODE - PUNB0074220

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.kalyankvk.org

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ