ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন পদে কর্মী নিযুক্ত করা হবে। নিয়োগ করবে ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি নম্বর - NHRDF/KVK/01/2022-23।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (অ্যাগ্রো মেটেওরোলজি)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৪ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৫,৬০০/- টাকা - ৩৯,১০০/- টাকা

 

২) অ্যাটেনডেন্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক বা আই টি আই পাশ বা সমতুল্য।

বয়স - বয়স হতে হবে ২৪ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা/ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.kvkujwa.org বা NHRDF এর অফিসিয়াল ওয়েবসাইট www.nhrdf.org থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Director, National Horticulture Research & Development Foundation, Bagwani Bhavan, Plot No. 47, Pankha Road, Institutional Area, Janakpuri, New Delhi - 110058 '।

খামের উপর লিখতে হবে ' Application for the post of "................ " and Advertisement No. "............"।

সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ২০০০/- টাকা। তবে অ্যাটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০০/- টাকা।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of Krishi Vigyan Kendra payable at New Delhi '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.kvkujwa.org বা NHRDF এর অফিসিয়াল ওয়েবসাইট www.nhrdf.org

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ