KVK Recruitment: কৃষি বিজ্ঞান কেন্দ্রতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কৃষি বিজ্ঞান কেন্দ্রতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ট্রাক্টর ড্রাইভার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতন - ২১,৭০০/- টাকা
২) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (হোম সায়েন্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৫৬,১০০/- টাকা
৩) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (হর্টি কালচার)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৫৬,১০০/- টাকা
৪) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (এগ্রিকালচার এক্সটেনশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৫৬,১০০/- টাকা
৫) সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা ও রিসার্চের কাজে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪৭ বছরের মধ্যে।
বেতন - ১,৩১,৪০০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
মহারাষ্ট্র রাজ্যে নিয়োগ করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে অনলাইনে KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.kvk.pravara.com থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - The Chairman, Krishi Vigyan Kendra (PIRENS), At P.o Babhaleswar, Tal. Rahata, Dist. Ahmednagar, Maharashtra - 413737।
খামের উপর লিখতে হবে - ' Application for the post of ..........'।
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of Krishi Vigyan Kendra (PIRENS) payable at Babhaleswar/Loni '।
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.kvk.pravara.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।