Kolkata Port recruitment: কলকাতার ডকে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৫ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সেফটি অ্যান্ড অ্যান্টি পলিউশন অফিসার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কেমিস্ট্রি/অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৫০,০০০/- টাকা
২) ডাইভিং অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বছর - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৪৫,০০০/- টাকা
৩) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৫০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৮২,২০২/- টাকা
নির্বাচন পদ্ধতি
স্ক্রুটিনির মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
তবে ডাইভিং অফিসার পোস্টের ক্ষেত্রে শর্ট সিলেক্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা/প্রফিসিয়েন্সি টেস্ট এবং/অথবা ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
সেফটি অ্যান্ড অ্যান্টি পলিউশন অফিসার এর ক্ষেত্রে ৩ বছর, ডাইভিং অফিসার এর ক্ষেত্রে ২ বছর এবং GDMO পোস্টের ক্ষেত্রে ১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৫ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে SMPK এর অফিসিয়াল ওয়েবসাইট https://smportkolkata.shipping.gov.in থেকে।
প্রয়োজনীয় তথ্যাদি সহ আবেদনপত্রের স্ক্যান কপি ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে careers.kds@kolkataporttrust.gov.in।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SMPK এর অফিসিয়াল ওয়েবসাইট https://smportkolkata.shipping.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।