ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতা পুলিশে মোট ৪১২ জন কর্মী নিয়োগ করা হবে।

অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৯ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ চাকরি খুঁজছেন ? সমাধান এই প্রতিবেদনে

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল :-

 

পোস্টের নাম - ড্রাইভার

শূন্যপদ - ৪১২টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ১৩,৫০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

ড্রাইভিং টেস্ট, ইন্টারভিউ, মেডিক্যাল এক্সাম ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট kolkatapolice.gov.in

১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে কাজের মান এবং প্রয়োজন অনুসারে পরবর্তীকালে এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৯ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। www.kolkatapolice.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Police Training School, 247, A.J.C Bose Road, Kolkata - 700027 ' ।

 

আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now

 

খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF POLICE DRIVER (CONTRACTUAL)/DRIVER (CONTRACTUAL) " 2023।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.kolkatapolice.gov.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ