কলকাতার মিন্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার মিন্টে অর্থাৎ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IGMK/HR(Estt.)/Rect./01/2023।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ জুন, ২০২৩ তারিখ থেকে এবং শেষ তারিখ ৭ জুলাই, ২০২৩।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সুপারভাইজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - হিন্দি/ইংরেজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে যেখানে গ্র্যাজুয়েশন এর সময়ও হিন্দি/ইংরেজি বিষয় হিসেবে থাকতে হবে এবং অনুবাদে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
২) এনগ্রেভার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৩,৯১০/- টাকা - ৮৫,৫৭০/- টাকা
৩) জুনিয়র টেকনিশিয়ান (বার্নিশার)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - গোল্ডস্মিথ ট্রেডে ফুল টাইম আই টি আই সার্টিফিকেট অথবা মাধ্যমিক সহ যে কোন ট্রেডে আই টি আই সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে শর্ট টার্ম কোর্স অথবা গোল্ডস্মিথ ট্রেডে ফুল টাইম দুই বছরের নন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে আই টি আই কোর্স করে থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রবেশন পিরিয়ড - ১ বছর
নির্বাচন পদ্ধতি
অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় সীমা আগস্ট - সেপ্টেম্বর, ২০২৩ এ।
কলকাতা সহ মুম্বাই, দিল্লী ও হায়দ্রাবাদ এ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট igmkolkata.spmcil.com ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট igmkolkata.spmcil.com এর মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ জুন, ২০২৩ তারিখ থেকে এবং শেষ তারিখ ৭ জুলাই, ২০২৩।
ইন্টিমেশন চার্জ সহ আবেদন মূল্য ৬০০/- টাকা। তবে এসসি/এসটি /প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ বাবদ কেবল ২০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/IMPS ইত্যাদির মাধ্যমে।
একজন আবেদনকারী কেবলমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট igmkolkata.spmcil.com ।