Kolkata Metro Job: কলকাতার মেট্রো রেল প্রোজেক্ট - এ নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: কলকাতার মেট্রো রেলের প্রোজেক্ট এর জন্য ম্যানেজার নিয়োগ করবে রেল বিকাশ নিগম লিমিটেড।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৩ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - ম্যানেজার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্য এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন RVNL এর অফিসিয়াল ওয়েবসাইট www.rvnl.org।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৩ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে RVNL এর অফিসিয়াল ওয়েবসাইট www.rvnl.org এর মাধ্যমে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ আবেদন পত্র খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - " Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R.K.Puram, New Delhi - 110066 "।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RVNL এর অফিসিয়াল ওয়েবসাইট www.rvnl.org।
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।