ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ (Freshers or Experienced) - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে (Private Job Vacancy) কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ



১) সংস্থার নাম : Securitas India 

পোস্টের নাম:  রিসেপশনিস্ট

উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম: Tekpillar

পোস্টের নাম : সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা সহ ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

দূর্গাপুরে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে - 8160174117


৩) সংস্থার নাম : Digiex Web Services Pvt Ltd

পোস্টের নাম : টেলিসেলস এক্সিকিউটিভ

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

রাজারহাটে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম : Recex.co

পোস্টের নাম : সেলস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম : NIIT Limited

পোস্টের নাম : কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ

গ্র্যাজুয়েট বা আন্ডার গ্রাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে - 8076143976।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ